সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনাদের ম্যাচ 

সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনাদের ম্যাচ 

প্রথম নিউজ, ডেস্ক : ডিসেম্বরের ফিফা উইন্ডোতে (নারী) বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে। সিঙ্গাপুর ম্যাচ দুটি খেলতে ঢাকায় আসবে। ১ ও ৪ ডিসেম্বর কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সূচি৷ 

বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা সিঙ্গাপুরে গিয়ে খেলতে চেয়েছিলাম। তারা স্বাগতিক না হয়ে বাংলাদেশে খেলতে আসতে চায়। আমাদের রাজনৈতিক অস্থিরতার বিষয়টিও অবহিত করেছি। এরপরও তারা খেলতে চাওয়ায় সম্মতি দিয়েছি।’

সিঙ্গাপুর ফুটবল ফেডারেশন বাফুফেকে আনুষ্ঠানিকভাবে ডিসেম্বর উইন্ডোতে ঢাকায় খেলার ব্যাপারে চূড়ান্ত চিঠি দিয়েছে। প্রীতি ম্যাচের জন্য টায়ার-১ ফরম এখনো পূরণ করেনি অবশ্য। সিঙ্গাপুর বাংলাদেশে না আসা পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যায়৷ কারণ এই বছরের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর যাওয়ার জন্য বাংলাদেশ দল প্রস্তত ছিল। শেষ পর্যন্ত তারা খেলা আয়োজনে অস্বীকৃতি জানায়। ফলে বাধ্য হয়ে বাংলাদেশের একটি উইন্ডো নষ্ট হয়৷ 

চলতি বছর আরেকটি ফিফা উইন্ডোতে খেলতে পারেননি সাবিনারা। অক্টোবরের তৃতীয় সপ্তাহে লেবাননে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে লেবাননের অশান্ত পরিবেশে বাফুফে লেবানন সফর বাতিল করে। 

বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ অক্টোবরেই শেষ হয়েছে। অক্টোবরে শেষ হলেও বিদেশি কোচ না আসা পর্যন্ত টিটু দায়িত্ব পালন করবেন বলে জানান নারী উইংয়ের প্রধান, ‘আমরা বিদেশি কোচ সন্ধানে রয়েছি। আশা করছি নভেম্বরের মধ্যে চূড়ান্ত করতে পারব। এতদিন টিটু ভাই অনুশীলন চালিয়ে যাবেন।’

দেশের শীর্ষ ফুটবল কোচদের একজন টিটু৷ ক্লাব ফুটবলে গত দুই মৌসুমের ব্যর্থতায় মাঝে কয়েক মাস ফুটবল থেকে দুরে ছিলেন। ছোটন ও পল স্মলি দুই জনই চলে যাওয়ায় বাফুফে টিটুকে নারী দলের হেড কোচ করে। টিটুর অধীনে সাবিনারা এশিয়ান গেমসে খেলে। সাবিনাদের বিদেশি কোচ আসলে টিটুকে অন্য দায়িত্ব দিতে পারে ফেডারেশন।