সাকিবকে স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে

সাকিবকে স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ব্যাটিংয়ের সময়ই সাকিব আল হাসানের পায়ের পেশিতে টান পড়েছিল। তখনই অস্বস্তি দেখা গেছে, ফিজিও কয়েক দফায় মাঠে প্রবেশ করেছেন। এমনকি বাধ্য হয়েই বেশি আগ্রাসী খেলতে গিয়ে উইকেট ছুড়ে আসেন তিনি। এরপর অবশ্য বোলিং করেছেন। তবে ম্যাচ শেষে টাইগারদের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিলেন শঙ্কার খবর। তিনি জানান সাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে স্ক্যান করানোর জন্য।

খেলা শেষ হওয়ার কয়েক ওভার আগেই মাঠ ছাড়েন সাকিব। যদিও তখন বোঝা যায়নি কেন উঠে যাচ্ছেন। তবে ম্যাচের পর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাকিবের জায়গায় শান্ত আসলে কৌতূহল সৃষ্টি হয়। শান্ত অবশ্য শুরুতেই পরিস্কার করেছেন সাকিবের না আসার বিষয়ে। শান্ত বলেন, 'সে (সাকিব) স্ক্যান করাতে গেছে। এরপর আমরা জানতে পারবো (তার চোটের অবস্থা)।

আমরা ভালো শুরু করিনি। শেষ ম্যাচেও প্রথম ১০-১৫ ওভারে বাজে ব্যাটিং করেছি। উইকেট ভালো ছিল, নতুন বলে কিছুটা বাউন্স ছিল। আমাদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হতো। প্রথম ১০-১৫ ওভারে দেখেশুনে ব্যাটিং করলে এরপর আমরা ভালো করবো।'