শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান
প্রথম নিউজ, ঢাকা : চারপাশ থেকে ছোট-বড় মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নিচ্ছেন আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকেই মিছিল নিয়ে শাহবাগে আসতে থাকে লোকজন।
বেলা ১১টার কিছু আগে ছাত্রলীগের কিছু নেতাকর্মী শাহবাগে অবস্থান নিতে গেলে আন্দোলনকারীরা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে অবস্থান নেন। পরে সেখান থেকে সরে যান তারা।
এর আগে একটি মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানরত কয়েকজন এপিবিএন সদস্যের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকজন সদস্য আহত হলে তাদের ছেড়ে দেওয়া হয়।