শাহীনকে ধরতে ভারত, যুক্তরাষ্ট্র, নেপালের সঙ্গে যোগাযোগ করছে ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পিটিআই (প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া) কে বিশেষভাবে বলেন, "অবশ্যই, আমরা আখতারুজ্জামান শাহীনকে খুঁজছি।

শাহীনকে ধরতে ভারত, যুক্তরাষ্ট্র, নেপালের সঙ্গে যোগাযোগ করছে ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম নিউজ, অনলাইন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, ব্যবসায়ী আখতারুজ্জামান শাহীন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল সন্দেহভাজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে পেতে এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠা অপরাধের বিচার করতে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। ভারতের ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ড এর এক প্রতিবেদনে এ খবর দিয়ে বলা হয়েছে- শনিবার ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পিটিআই (প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া) কে বিশেষভাবে বলেন, "অবশ্যই, আমরা আখতারুজ্জামান শাহীনকে খুঁজছি। তিনি অন্যতম মূল সন্দেহভাজন এবং ওয়ান্টেড। আমরা তার বিচার করতে ভারত, নেপাল এবং যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চেয়েছি।"

"শাহীনকে ফিরিয়ে আনার জন্য আমরা একটি সিস্টেম নিয়ে কাজ করছি... আমাদের সংসদ সদস্যের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা ইন্টারপোলসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে যোগাযোগ করছি। ইতোমধ্যেই আমরা একজন নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে দুজনের অপরাধ করার অতীত রেকর্ড রয়েছে। আমরা ওই নারীর অতীতও পরীক্ষা-নিরীক্ষা করছি", বলছিলেন আসাদুজ্জামান খান।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শিগগিরই তা প্রকাশ করব। ওদিকে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাহীনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে।