শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মোট ৪৭৫টি ভোট কাস্ট হয়েছে।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (১৯ এপ্রিল)। সকাল ৯টা ৩০ মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু কথা থাকলেও ৩০ মিনিট পরে শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মোট ৪৭৫টি ভোট কাস্ট হয়েছে।
এবার ভোটার আছেন ৫৭১ জন। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। এবার প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটিতে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেল থেকে লড়ছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।