শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত
প্রথম নিউজ, খেলা ডেস্ক: লঙ্কান বোলারদের তোপে মাত্র ২১৩ রানেই গুটিয়ে গিয়েছিল ভারত। তবে স্বল্প রানের টার্গেট দিয়েও বোলিংয়ে জাদু দেখায় ভারতীয় বোলাররা। মাত্র ১৭২ রানে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে ৪১ রানের জয় তুলে নেয় রোহিত-বিরাটরা। এই জয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছালো ভারত। আগে ব্যাটিংয়ে নেমে লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালেগে ও চারিথ আসালাঙ্কার নৈপুণ্য ছড়ানো বোলিংয়ে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৪ রানের টার্গেট দেয় ভারত। জবাবে কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে ৪১.৩ ওভারেই সবকটি উইকেট হারায় শ্রীলঙ্কা।
ভারতের ইনিংসে সর্বোচ্চ ৫৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া কেএল রাহুল ৩৯, ইশান কিষান ৩৩, অক্ষর প্যাটেল ২৬ এবং শুভমন গিল ১৯ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। দুনিথ ভেল্লালেগে ১০ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন। ৯ ওভারে মাত্র ১৮ রানের খরচায় ৪ উইকেট নেন আসালাঙ্কা।
জবাবে রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ রান করেন দুনিথ ভেল্লালেগে। ৪৬ বলে ৩ চার এবং ১ ছক্কায় ৪২ রানের ইনিংসে ম্যাচসেরা হন তিনি। ধনঞ্জয়া ডি সিলভার সংগ্রহ ৪১। এছাড়া চারিথ আসালাঙ্কা ২২, সাদিরা সামারাবিক্রমা ১৭ এবং কুশাল মেন্ডিস ১৫ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
৯.৩ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। দুটি করে উইকেট পাম জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।