শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন রাবি ছাত্রলীগ সম্পাদক, লাপাত্তা সভাপতি
মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের সামনে থেকে মোটরসাইকেলে করে পালান তিনি।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের সামনে থেকে মোটরসাইকেলে করে পালান তিনি। এসময় তার সঙ্গে কয়েকজন সহযোগী ছিলেন।
অপরদিকে বিক্ষোভ চলাকালে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুকে ক্যাম্পাসে কোথাও দেখা যায়নি।
জানা গেছে, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বিকাল ৩টার দিকে ক্যাম্পাস ছেড়েছেন। মঙ্গলবার দুপুর ২টার পর থেকেই বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিতে ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন। শিক্ষার্থীদের ঠেকাতে আড়াইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন হলের গেটে তালা দেয়।
এ সময় শহীদ জিয়াউর রহমান হলের ভেতরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা তালা ভেঙে লাঠি নিয়ে বের হতে শুরু করেন।
বিকাল ৩টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোড থেকে কয়েক হাজার শিক্ষার্থী লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এর মধ্যেই মোটরসাইকেলে ছাত্রলীগের নেতারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।