২ সপ্তাহ বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: করোনার সংক্রমণ রুখতে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি চলমান রয়েছে। এই ছুটি আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিষয়টি জানান শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এই ঘোষণার আগে শিক্ষামন্ত্রী ছুটির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমণের হার এখন প্রায় ৩০ শতাংশ।
উল্লেখ্য, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সশরীরে পাঠদান বন্ধ থাকবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগেও দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল সশরীরে পাঠদান। সবকিছু সচল রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
তবে এর মধ্যেই ইঙ্গিত মিলেছে, চলমান এ ছুটি বাড়তে পারে এক থেকে দুই সপ্তাহ। আর শিক্ষার্থীদের করোনার টিকানের গতি বাড়াতে টিকা সপ্তাহ করারও কথা ভাবছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা যায়, করোনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হলে পূর্বের বছরের মতো ধাপে ধাপে বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: