শাকিরার ৮ বছরের জেল হতে পারে
দেশটির আদালতে মামলার আইনজীবী শাকিরার ৮ বছরের কারাদণ্ড দাবি করেছেন
প্রথম নিউজ, ডেস্ক : দেশটির আদালতে মামলার আইনজীবী শাকিরার ৮ বছরের কারাদণ্ড দাবি করেছেন। খবর রয়টার্সের।
১.৪৫ কোটি ইউরোরও বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে হয়েছে কলম্বিয়ার এই পপ তারকার বিরুদ্ধে।
এই অভিযোগ প্রমাণিত হলে শাকিরার আট বছরের জেল হতে পারে। পাশাপাশি ২.৩৫ কোটি ডলারেরও বেশি জরিমানা দিতে পারে শাকিরাকে।
স্পেনের সরকারি আইনজীবীর দাবি, বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ২০১১ সালে স্পেনে বসবাস শুরু করেন শাকিরা।
২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে স্পেনের সাধারণ নাগরিক ছিলেন শাকিরা। ২০১২ সালের মে মাসে বার্সেলোনায় বাড়ি কিনেছিলেন গায়িকা।
শাকিরার দাবি, ২০১৫ সাল পর্যন্ত বাহামসের করদাতাদের তালিকায় ছিল তার নাম। কর ফাঁকি দেওয়ার বিষয়টি চুক্তির মাধ্যমে মিটমাট করার প্রস্তাব দেওয়া হয়েছিল শাকিরাকে। কিন্তু তাতে তিনি রাজি হননি।
তবে স্পেনের সরকারি আইনজীবী শাকিরাকে কী চুক্তির প্রস্তাব দেন, তা জানা যায়নি। এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণও জানানো হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews