লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইয়াকুব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই এলাকার প্রয়াত নুরুল ইসলাম খাঁ-এর ছেলে।

স্থানীয় লোকজন জানান, নিজের দোকানের পাশের একটি আম গাছে উঠে লোহার রড দিয়ে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াকুব। পরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল জানান, গাছে উঠে লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব নামে এক যুবকের মৃত্যু হয়েছে।