লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম নিউজ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পুকুরে ডুবে মো. ফারহান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফারহান কামান খোলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরুপ পাল বলেন, পানিতে ডুবে শিশুটি মারা গেছে। তাকে আমরা মৃত পেয়েছি। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সবার অগোচরে শিশু ফারহান বাড়ির পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এতে স্বজনরা আশপাশে খুঁজেও পাচ্ছিল না। ডুবে যাওয়ার প্রায় আধাঘণ্টা পর তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়।