রাফায় ইসরাইল হামলা চালালে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি বাইডেনের

এই সতর্কবার্তার পাশাপাশি ইসরাইলের নিরাপত্তার বিষয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাইডেন। 

রাফায় ইসরাইল হামলা চালালে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি বাইডেনের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে পূর্ণমাত্রায় হামলা চালালে ইসরাইলে অস্ত্রের সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনের এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ইসরাইল যদি রাফায় তাদের পূর্ণমাত্রার অভিযান শুরু করে তাহলে তাদেরকে আমি অস্ত্র দেব না। আমি সেসব অস্ত্র আর সরবরাহ করব না যা রাফার বিষয়ে ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে। এই সতর্কবার্তার পাশাপাশি ইসরাইলের নিরাপত্তার বিষয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাইডেন। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বারবার সতর্কবার্তার পরেও মিশর সীমান্ত লাগোয়া রাফায় বৃহদাকারে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। গত সপ্তাহে কেরাম শালোম ক্রসিং পয়েন্ট থেকে ইসরাইলি সেনার ওপর রকেট হামলা চালায় গাজার মুক্তিকামী সংগঠন হামাস। এতে ইসরাইলের তিন সেনা নিহতের ঘটনায় গাজার গুরুত্বপূর্ণ দুটি ক্রসিং পয়েন্ট নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরাইল। পাশাপাশি রাফায় বড় ধরণের হামলার হুঁশিয়ারি দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হু। ফলে রাফায় আশ্রয় নেয়া লাখ লাখ ফিলিস্তিনিদের আগাম দুর্ভোগের কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রশাসন। এসব উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যেই রাফায় বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। যাতে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। 

গাজায় দক্ষিণের অঞ্চল রাফা সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের একটি। এছাড়া এই অঞ্চলে হামাসের শক্তিশালী বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে বলে মনে করে ইসরাইল। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত বছর ইসরাইলের হামলা শুরু পর প্রায় ১৫ লাখ গাজাবাসী এই অঞ্চলে আশ্রয় নেন। এক্ষেত্রে ইসরাইল এই অঞ্চলে হামলা চালালে অধিক বিপর্যয়ের মুখোমুখি হবে এখানকার বেসামরিক মানুষজন। মূলত এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইসরাইলকে বারবার সতর্ক করেছে জো বাইডেন। বুধবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, আমরা তাদেরকে (ইসরাইলকে) অস্ত্র ও আর্টিলারি শেল সরবরাহ করছি না। যদিও রাফায় ইসরাইলি বাহিনীর বর্তমান পরিস্থিতিকে স্থল অভিযান হিসেবে চিহ্নিত করেনি বাইডেন। তিনি বলেছেন, ইসরাইল এখনও রাফার জনবহুল এলাকাগুলোতে প্রবেশ করেনি। তারা যা করছে সীমান্তে করছে। কিন্তু বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীসভাকে উদ্দেশ্য করে বলেছেন, আমি তাদের স্পষ্ট করে বলেছি, যদি তারা জনবহুল এলাকাগুলোতে অভিযান চালায়, তাহলে তারা আমাদের সমর্থন পাবে না। 

বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, গাজার বেসামরিক লোকদের হত্যার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করেছে ইসরাইল। বাইডেনকে ইসরাইল গাজায় চূড়ান্ত সীমা অতিক্রম করেছে কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন,‘এখনও না’।