রংপুরে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ মিছিল বের করা হয়।
প্রথম নিউজ, রংপুর: দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের হত্যার অভিযোগে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রংপুর নগরীতে বিএনপির কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ মিছিল বের করা হয়।
এর আগে বিএনপি নেতাকর্মীরা একটি ক্ষুদ্র মিছিল নিয়ে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে আসেন। এরপর শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের গলি দিয়ে কালো পতাকা নিয়ে মিছিল বের করে নগরীর প্রধান সড়কে আসার চেষ্টা করলে পুলিশ গতিরোধ করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের গলির মধ্যেই সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন– মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুন্নবী ডনসহ অন্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। তবে এভাবে বেশিদিন চলতে পারে না জনতার স্রোতে সব বাধা ভেসে যাবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews