রাজধানীতে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাজারীবাগ থানার কাজিরগাঁও এলাকায় একটি বাসায় আব্দুল কাইয়ুম সম্রাট (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর হাজারীবাগ থানার কাজিরগাঁও এলাকায় একটি বাসায় আব্দুল কাইয়ুম সম্রাট (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই বিপ্লব বলেন, আমার ভাই পুরাতন মোবাইল ফোন কেনাবেচার ব্যবসা করে। আজকে তার কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বকাঝকা করলে মায়ের ওপর অভিমান করে ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।
‘অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর শোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায়। বর্তমানে হাজারীবাগ কাজিরগাঁওয়ের একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়ায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।