যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরীয় অঞ্চলে সম্পৃক্ততা বাড়াতে অঙ্গীকারবদ্ধ: ওয়েন্ডি শেরম্যান

শনিবার (১৩ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) তথা ভারত মহাসাগর সম্মেলন এর প্লেনারি সেশনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে ওয়েন্ডি শেরম্যান এমন মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরীয় অঞ্চলে সম্পৃক্ততা বাড়াতে অঙ্গীকারবদ্ধ: ওয়েন্ডি শেরম্যান

প্রথম নিউজ, অনলাইন: যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরীয় অঞ্চলে সম্পৃক্ততা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান। তিনি বলেছেন, এ অঞ্চলে যা ঘটবে তার মধ্য দিয়েই অনেকাংশে বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হবে।  শনিবার (১৩ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) তথা ভারত মহাসাগর সম্মেলন এর প্লেনারি সেশনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে ওয়েন্ডি শেরম্যান এমন মন্তব্য করেছেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়: ওয়েন্ডি শেরম্যান সম্মেলনের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে ২৭০ কোটি মানুষ বাস করে যা বিশ্বের জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি এবং গড় ৩০ বছর বয়সীদের শতকরা হার শুধু বাড়তে থাকবে।

এ অঞ্চলের অর্থনৈতিক তাৎপর্যকে বাড়িয়ে বলার কিছু নেই। ভারত মহাসাগর বিশ্বের পুরো সমুদ্রপৃষ্ঠের এক-পঞ্চমাংশ এবং এটি সারা বিশ্বের মানুষ ও অর্থনীতিকে সংযুক্ত করেছে। এর বিস্তীর্ণ উপকূলরেখার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী থেকে শুরু করে মালাক্কা প্রণালী পর্যন্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ। সারা বিশ্বে সমুদ্রপথে পরিবহনকৃত তেলের চালানের ৮০ শতাংশই ভারত মহাসাগরের জলসীমা অতিক্রম করে থাকে। আমাদের আবাসগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মৎস্যভাণ্ডারও রয়েছে এ অঞ্চলে। সেগুলো এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান ও বিশ্বজুড়ে মানুষের খাবার যোগানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সুতরাং এটা বোঝা যায় যে, ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের দিকে আমাদের সকলের আগ্রহ রয়েছে। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্যে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি উঠে এসেছে… শান্তি, সমৃদ্ধি ও স্থায়িত্বশীল ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব। প্রেসিডেন্ট বাইডেন যেমন বলেছেন, যুক্তরাষ্ট্র “বন্ধুরাষ্ট্র ও অংশীদারদের সাথে একত্রে দীর্ঘ পথ চলার জন্য অঙ্গীকারবদ্ধ এবং এ অঞ্চলে ইতিবাচক ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে আমাদের যৌথ অভীষ্ট অর্জনে প্রস্তুত।” একইসাথে, এই অঞ্চলটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। জলবায়ু সংকট আমাদের সবাইকে স্পর্শ করে, তবে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এর প্রভাব অসম।