যৌক্তিক দাবি না মেনে শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা করা হয়েছে: সুজন

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উস্কানিদাতা ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানায় সংস্থাটি।

যৌক্তিক দাবি না মেনে শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা করা হয়েছে: সুজন

প্রথম নিউজ, অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক  হামলার নিন্দা জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উস্কানিদাতা ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ইতিহাস, আন্দোলনের ইতিহাস। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬৬’র ছয়দফা, ৬৯’র গণঅভ্যুত্থান এবং ৭১’র মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। রাজনৈতিক দলগুলো এসব আন্দোলনে প্রয়োজনীয় নির্দেশনা ও নেতৃত্ব দিলেও গতি সঞ্চার করেছে সাধারণ শিক্ষার্থীরা। আর যেকোনো অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত আন্দোলন নাগরিকের অন্যতম মৌলিক অধিকার, যদিও আন্দোলনের নামে সহিংসতা সব সময় পরিত্যাজ্য। 

বিগত সপ্তাহ ধরে সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন পরিচালনা করছে তাকে যৌক্তিক আন্দোলন জানিয়ে সংস্থাটি বলছে, কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, সরকারের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে, বিশেষত আন্দোলনকারীদেরকে ষড়যন্ত্রকারিসহ নানান আখ্যা দিয়ে এবং বল প্রয়োগের মাধ্যমে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে। যার ফলে আন্দোলন ক্রমশ সহিংস রূপ ধারণ করছে। গণমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, ১৬ জুলাই সংঘর্ষের ফলে রাজধানী ঢাকায় একজন, চট্টগ্রামে দু’জন এবং রংপুরে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। সুজন-এর পক্ষ থেকে এসব ঘটনার নিন্দা জানাচ্ছি। 

আমরা মনে করি, কোটা সংস্কারের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে আলোচনার পরিবর্তে তাদেরকে উস্কানি দেয়া হয়েছে এবং তাদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। আমরা অবিলম্বে এই সহিংসতা অবসানের এবং সহিংসতায় যারা উস্কানি দিয়েছে ও শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।