মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই বোন

মঙ্গলবার (২ মে) বাংলা ২য় পত্রের পরীক্ষার দিন ঘটে এ হৃদয় বিদারক ঘটনা

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই বোন

প্রথম  নিউজ, টেকনাফ : মায়ের মৃতদেহ বাড়ি রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করেছে সাদিয়া ফেরদৌস ও শারমিন আকতার নামে দুই বোন। তারা টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 
মঙ্গলবার (২ মে) বাংলা ২য় পত্রের পরীক্ষার দিন ঘটে এ হৃদয় বিদারক ঘটনা। জানা যায়, এবারের এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ফেরদৌস ও শারমিন আক্তার উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়ার জহির আহমদের কন্যা। 

সাদিয়া ও শারমিনের চাচাতো ভাই রবিউল বলেন, রমজান থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে মৃত্যু বরণ করেন। সে জহির আহমদের স্ত্রী।

সাদিয়া-শারমিনের পিতা জহির আহমদ বলেন, যেখানে একদিন আগেও মেয়েরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। হঠাৎ মানসিক ভাবে এত বড় ধাক্কায় কিভাবে পরীক্ষা দিবে একমাত্র আল্লাহ ভালো জানেন। 
এদিকে মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষার হলে যান সাদিয়া ও শারমিন। তারা কাঁদতে কাঁদতে এবং বুকচাপা কষ্ট নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, দুই পরীক্ষার্থীর মায়ের মৃত্যু সত্যি বেদনার। তাদেরকে মানসিকভাবে সহযোগিতা প্রদানে কেন্দ্র সচিবকে অবহিত করা হয়েছে।