মায়ের মারধর থেকে বাঁচতে ৬তলা থেকে লাফ দিলো শিশু

মায়ের মারধর থেকে বাঁচতে ৬তলা থেকে লাফ দিলো শিশু

প্রথম নিউজ, ডেস্ক : মায়ের মারধর থেকে বাঁচতে ৬তলা থেকে লাফিয়ে পড়েছে এক শিশু। ভয়াবহ এই ঘটনা ঘটেছে চীনে। এই ঘটনায় পুরো চীনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই ওই মায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, দেশে শিশু সুরক্ষা আইন আরও কঠোর হওয়া প্রয়োজন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে গত ২৫ জুন এই ঘটনা ঘটে। শিশুটির মা একটি লাঠি দিয়ে তাকে মারধর করেছিল। ভয়ে শিশুটি আবাসিক ভবনের এক্সটার্নাল এয়ার কন্ডিশনারের একটি ইউনিট দিয়ে ঝাঁপ দেয়। এক ব্যক্তি ওই ঘটনার ভিডিও করেন। সে সময় তাকে বলতে শোনা যায়, শিশুটিকে যেন মারধর করা না হয়। প্রতিবেশীরা জানিয়েছেন, তারা এটা শুনেছেন। তবে এর মধ্যে হঠাৎ করেই শিশুটি ৬তলা থেকে লাফ দেয়।

পরবর্তীতে দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার বেশ কিছু হাড় ভেঙে গেছে বলে জানানো হয়েছে। তবে তার আঘাতের কারণে মৃত্যু ঝুঁকি নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।


চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে শিশুটির পড়ে যাওয়ার ভিডিও ১০ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। পুলিশ পরবর্তীতে এক পোস্টে জানায়, শিশুটির মা আসলে তাকে মারধর করেছিলেন তাকে ঘরের মধ্যে আনার জন্য। কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে, তার ছেলে হয়তো পড়ে যেতে পারেন। এদিকে অল চায়না ওমেন ফেডারেশনের এক সদস্য জানান, ওই মা আসলে একটি লাঠি নিয়ে শিশুটিকে ভয় দেখাচ্ছিলেন।

এদিকে সামাজিক মাধ্যম ওয়েইবোতে এক ব্যবহারকারী কমেন্ট করেছেন, শিশুটি পড়ে যাওয়ার চেয়ে তার মাকে বেশি ভয় পাচ্ছিল। অপর একজন বলেন, লোকজন ওই ভবনের নিচ থেকে চিৎকার করছিল যেন শিশুটিকে না মারা হয়। তারপরেও তার মা থামেনি। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে ওই শিশুটির নাম ইয়ান বলে জানানো হয়। শিশুটির বাবা অন্য একটি শহরে চাকরি করেন।