মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট শাহ আহমেদ বাদল এ মামলা করেন।

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

প্রথম নিউজ, অনলাইন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধ আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়েছে। রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট শাহ আহমেদ বাদল এ মামলা করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, মামলায় মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়েছে। কাল চেম্বার জজ আদালতে শুনানি হবে।