ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশে সরকার পতনে প্রস্তুতি নেওয়ার আহবান
শুক্রবার (১২ আগষ্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ ও সমাবেশে এই আহবান জানান স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।
প্রথম নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলীয় নেতাকর্মীদের প্রতি সরকারের পতনে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন নেতারা। শুক্রবার (১২ আগষ্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ ও সমাবেশে এই আহবান জানান স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ভয়াবহ লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পৃথক পৃথক ভাবে ময়মনসিংহে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি এই সমাবেশ করে। সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন আহবায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, যুগ্ন আহবায়ক জাকির হোসেন বাবলু ও যুগ্ন আহবায়ক আলমগীর মাহমুদ। উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ বিএনপির যুগ্ন আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, শুক্কুর মাহমুদ ববি, ডা. মোফাক্খারুল ইসলাম রানা, ফাত্তাহ খান ও এস এম ফারুকসহ অনেকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews