মরিয়মের বিরুদ্ধে মামলা করবেন ইমরান খানের স্ত্রী 

মরিয়ম নওয়াজের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

মরিয়মের বিরুদ্ধে মামলা করবেন ইমরান খানের স্ত্রী 

প্রথম নিউজ, ডেস্ক : মানহানির অভিযোগে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র সহসভাপতি ফাওয়াদ চৌধুরী।

মঙ্গলবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। খবর জিও টিভির।

ফাওয়াদ চৌধুরী বলেন, ক্ষমতাসীন দলের নেত্রী মরিয়ম অভিযোগ করেছেন যে, বুশরা বিবি পিটিআই সরকারের সময়ে কর্তৃপক্ষের দ্বারা স্বাক্ষরিত অফিসিয়াল নথি পাইয়ে দেওয়ার জন্য ঘুস নিয়েছিলেন। তিনি বলেন, বুশরা বিবি কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও মরিয়ম তার বিরুদ্ধে কেন এমন অভিযোগ আনলেন?

ফাওয়াদ চৌধুরী বলেন, বুশরা বিবির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার জন্য তিনি মরিয়ম নওয়াজকে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ নোটিশের পর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

মরিয়ম সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে ঘুসগ্রহণের অভিযোগ করেছিলেন। ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের সময় তার প্রভাব ব্যবহার করে একটি হীরা সেট গ্রহণসহ নানা অভিযোগও করেন।