মিরপুরে স্কুল ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

মেহেরুন শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখায় পড়ত।

মিরপুরে স্কুল ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু
মিরপুরে স্কুল ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু- ছবি প্রতিকী

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকে অবস্থিত একটি স্কুল ভবনের ছাদ থেকে পড়ে মেহেরুন নেসা (১৫) নামের এক ছাত্রী মারা গেছে। মেহেরুন শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখায় পড়ত। পুলিশ সূত্র বলছে, মেহেরুন সপরিবার মিরপুর ১০ নম্বরের এ ব্লকের একটি বাসায় থাকত। প্রতিদিনের মতো গতকাল বুধবার সকালে স্কুলে যায় সে। ক্লাস শুরু হওয়ার আগে সাড়ে আটটার দিকে স্কুলের দৈনন্দিন সমাবেশের সময় স্কুল ভবনের পঞ্চম তলার ছাদে উঠে সেখান থেকে পড়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

খবর পেয়ে পল্লবী থানা–পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। বিকেলে ময়নাতদন্ত শেষে মেহেরুনের লাশ স্বজনেরা দাফনের জন্য নিয়ে যান। ওই ঘটনায় অপমৃত্যুর মামলা করেছেন তার বাবা গোলাম মোরশেদ। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ কেউ মেহেরুনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। এদিকে মেহেরুনের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান। ঘটনা সম্পর্কে কথা বলতে চাইলে মেহেরুনের বড় বোন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের মানসিক অবস্থা ভালো নেই। এ নিয়ে কোনো কথা বলতে চাই না।’

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহফুজুর রহমান আজ সন্ধ্যায় বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ও তদন্ত শেষে ছাত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: