মায়ের সঙ্গে অভিমান, রাজধানীতে কলেজছাত্রের আত্মহত্যা
রাজধানীর সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দ্রুব সরকার(১৯) নামে এক কলেজ শিক্ষার্থী
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দ্রুব সরকার(১৯) নামে এক কলেজ শিক্ষার্থী।
সোমবার(১৫) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই)মো. সবুজার আলী। তিনি ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা মুগদা জেনারেল হাসপাতাল থেকে রাত দুইটার দিকে মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য সকালে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দ্রুব সরকার স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করত। প্রাথমিকভাবে জানতে পারি- তার মা মিনু রানী সরকারের সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তারা বর্তমানে সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ ১২/জি বাসায় ভাড়া থাকতো। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পূর্ব কয়েক পাড়া এলাকায়। সে ওই এলাকার জয় গোপাল সরকারের ছেলে ছিল।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।