ম্যানইউর জালে লিভারপুলের গোল উৎসব
৭-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। বিরতির আগে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে লিভারপুল।
প্রথম নিউজ, খেলা ডেস্ক : অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লীগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গোল উৎসব করেছে লিভারপুল। ৭-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। বিরতির আগে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে লিভারপুল। কোডি গ্যাকপো, দারউইন নুনেস ও মোহামেদ সালাহ করেন দুটি করে গোল। আর শেষ দিকে বদলি নেমে সপ্তম গোলটি করেন রবের্তো ফিরমিনো। এই জয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে লিভারপুল ।এদিন ম্যাচের ৪৩ মিনিটে এন্ড্রু রবার্টসনের অ্যাসিস্টেগোল করেন কোডি গ্যাকপো। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।
ম্যাচের সবটুকু নাটকীয়তা লিভারপুল জমিয়ে রেখেছিল দ্বিতীয়ার্ধের জন্য৷ ৪৭ মিনিটে হার্ভে ইলিওটের অ্যাসিস্টে গোল করেন ডারউইন নুনেস। তিন মিনিট পর মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে ম্যাচে দ্বিতীয় গোল করেন গ্যাকপো।
৬৬ মিনিটে লিভারপুলের হয়ে চতুর্থ গোল করেন মোহাম্মাদ সালাহ।
৭৫ মিনিটে গ্যাকপোর পর দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন নুনেস। ৮৩ মিনিটে রবের্তো ফিরমিনোর অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মোহাম্মদ সালাহ। এই গোল(১২৯) করার পর লিভারপুল ক্লাবের সর্বোচ্চ গোলদাতা বনে যান এই মিশরীয় ফুটবলার। ম্যাচের ৮৮ মিনিটে আবারো অ্যাসিস্ট করেন সালাহ। লিভারপুলের হয়ে ম্যাচের সপ্তম গোল করেন ফিরমিনো। যার ফলে একম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেড সাত গোল হজম করলো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: