মুন্সিগঞ্জে ডুবল পিকনিকের ট্রলার, পাঁচজনের লাশ উদ্ধার

শনিবার রাত আটটার দিকে উপজেলার তালতলা-গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মুন্সিগঞ্জে ডুবল পিকনিকের ট্রলার, পাঁচজনের লাশ উদ্ধার

প্রথম নিউজ, অনলাইন: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ আছেন আরও কয়েকজন। শনিবার রাত আটটার দিকে উপজেলার তালতলা-গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে একটি শিশু রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের নারী-শিশুসহ ৪৬ জন ব্যক্তি ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে যান। পিকনিক শেষে ট্রলারটি তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতাব্দির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি বাল্কহেড বালু আনতে পদ্মা নদীর দিকে যাচ্ছিল। রাত আটটার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে বাল্কহেডটি ট্রলারের ওপরে উঠে যায়। বাল্কহেডের ধাক্কায় সঙ্গে সঙ্গে ট্রলারটি পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে উঠলেও ১৩ জন পানিতে তলিয়ে যান। তাঁদের মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার হয়েছে। বাকিরা নিখোঁজ।