মানের এজেন্টের দাবি বায়ার্নের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ! 

মানের এজেন্টের দাবি বায়ার্নের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ! 

প্রথম নিউজ, ডেস্ক : ফর্মের চূড়ায় থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছিলেন সেনেগালের সুপারস্টার সাদিও মানে। কিন্তু ৩১ বছরের এই খেলোয়াড়ের জার্মানি পর্বটা খুব একটা ভাল কাটেনি। মাত্র এক বছরের মধ্যেই পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। কিন্তু, সেনেগালিজ এই খেলোয়াড়ের এজেন্টের দাবি, মানে ক্লাব ছাড়তে চাননি। বরং বায়ার্ন মিউনিখই তার সাথে অন্যায় আচরণ করেছে।।

শুধু তাইই নয়, বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে রীতিমত বর্ণবাদী অভিযোগ এনেছেন মানের এজেন্ট বাকারি সিজে। এই এজেন্টের দাবি, মানে অর্থের মোহে সৌদি আরবে যাননি। বায়ার্ন মিউনিখই তাকে বের করে দিতে চেয়েছে।

‘আফটার ফুট আরএমসি’তে অংশ নিয়ে জার্মান ক্লাবটির বিপক্ষে একের পর এক অভিযোগ করেছেন তিনি, ‘(বায়ার্ন) ফুটবলীয় কারণে বিক্রি করেনি। মানে যে বেতন পেত, সেটা মানতে পারছিল না জার্মানরা। ওরা বুঝতে পারছিল না, একজন আফ্রিকান কীভাবে এই দলে এল, আর সবার চেয়ে বেশি বেতন পাচ্ছে। যে কারণে ওরা মানেকে ত্যাগ করতে চাইছিল।’