মন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে এসআইটি

হরিয়ানার পদত্যাগী মন্ত্রী ও ভারতের সাবেক হকি দলের অধিনায়ক সন্দ্বীপ সিংয়ের বিরুদ্ধে একজন নারী কোচকে যৌন হয়রানির অভিযোগ

মন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে এসআইটি
মন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে এসআইটি

প্রথম নিউজ, আন্তজাতিক ডেস্ক : হরিয়ানার পদত্যাগী মন্ত্রী ও ভারতের সাবেক হকি দলের অধিনায়ক সন্দ্বীপ সিংয়ের বিরুদ্ধে একজন নারী কোচকে যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট বিশেষ তদন্ত টিম (স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি) গঠন করা হয়েছে। ওই নারী কোচ অভিযোগ করেছেন সন্দ্বীপ তাকে অসংলগ্নভাবে স্পর্শ করেছেন। তার শারীরিক গঠন নিয়ে প্রশংসা করেছেন। এবং তাকে খুশি করার দাবি করেছেন। গত গ্রীষ্মে এ ঘটনা ঘটে। এ অভিযোগে থানায় মামলা নিবন্ধিত হয়েছে। এরপরই সন্দ্বীপ সিং পদত্যাগ করেছেন বলে ভারতের মিডিয়া খবর দেয়। অতঃপর সোমবার এসআইটির টিম গঠন করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। 

এতে বলা হয়, চন্ডিগড় পুলিশের এসআইটির নেতৃত্বে থাকবেন ডিএসপি (পূর্ব) পলক গোয়েল। এ মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। কিন্তু সূত্রগুলো বলেছে, ওই নারী জুনিয়র কোচ দুই পৃষ্ঠার অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগকে মাথায় রেখে মাঠে নেমে পড়ছে এসআইটি। অভিযোগের মধ্যে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যাট, ফোনকল, মিটিং, সংবাদ সম্মেলন। এসবই পরীক্ষা ও যাচাই করবে এসআইটি। তারপরই তারা ওই পদত্যাগী মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে। মন্ত্রী সন্দ্বীপ সিং তার দায়িত্ব  রোববার হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারের কাছে। একই সঙ্গে তিনি অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। 

ওদিকে হরিয়ানা সরকার নিয়োজিত একটি কমিটিও সমান্তরাল তদন্ত শুরু করেছে। এর নেতৃত্বে আছেন এডিজিপি মমতা সিং। তারা প্রাথমিকভাবে ক্রীড়া বিভাগের কর্মকর্তা ও কিছু পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদ করছেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom