মধ্যরাতে মুম্বাইয়ে পার্টিতে মজলেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও

মধ্যরাতে মুম্বাইয়ে পার্টিতে মজলেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বর্তমানে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যস্ততা তুঙ্গে। হাতে রয়েছে একাধিক কাজ। সে কারণেই শুক্রবার (৬ অক্টোবর) কলকাতা থেকে মুম্বাইয়ে গেছেন তিনি। সেখানে গিয়েই সপ্তাহ শেষে রাতভর পার্টিতে মজলেন বন্ধুবান্ধবদের নিয়ে। সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সূত্রের খবর, মুম্বাইতে এক সপ্তাহের কাজ রয়েছে শ্রাবন্তীর। সেই কাজ সেরেই কলকাতায় ফিরবেন। তবে ফেরার পরও তার ব্যস্ততা থাকছে। কারণ, তারপরই আগরতলায় উড়ে যাবেন তিনি। সেখানকার কাজ মিটিয়ে কলকাতায় ফিরতে আরও ১০ দিন। পূজার আগে টলিউড নায়িকার ব্যস্ততা যে তুঙ্গে, তা বেশ বোঝা যাচ্ছে।

অন্যদিকে ‘দেবী চৌধুরানী’র মতো দৌর্দণ্ড্যপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করছেন শ্রাবন্তী, কোনো ফাঁক রাখছেন না। কারণ, ফিল্মি ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি। তাই ইতোমধ্যে মাঠে ঘোড়দৌড়ের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। শুধু তাই নয়, এই সিনেমার জন্য মার্শাল আর্টসের প্রশিক্ষণও নিচ্ছেন শ্রাবন্তি। সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করছেন। পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা, কথা বলার ধরনও শিখতে হচ্ছে তাকে।