মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের ফাঁসি

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। রায় ঘোষণার সময় ২২ আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের ফাঁসি
মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের ফাঁসি

প্রথম নিউজ, মাদারীপুর : মাদারীপুরে রাজীব সরদার হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। রায় ঘোষণার সময় ২২ আসামি আদালতে উপস্থিত ছিলেন।  আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিংহ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ২০১২ সালে রাজীব সরদারকে হত্যা করা হয়। এ মামলায় মোট ৩৬ জন আসামি ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে ২২ আসামি উপস্থিত ছিলেন। বিচার চলাকালে তিন আসামি মারা গেছেন। আদালত যাবজ্জীবনপ্রাপ্ত ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বলেও জানান এই আইনজীবী।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: