ভোলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত+
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ভোলা: ভোলায় পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুমন (২৭) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী ও চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. জেবল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে মনিরাম বাজার এলাকায় যাচ্ছিল। হঠাৎ ভোলাগামী একটি দ্রুতগতির পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ও চালকসহ চারজন আহত হন।
পরে স্থানীয়রা তাদের মধ্য থেকে গুরুতর আহত সুমনসহ দুজনকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মনির হোসেন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।