ভারতের কাছে হারলো নিউজিল্যান্ড
প্রথম নিউজ, খেলা ডেস্ক: সাল ২০০৩, আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সবশেষ নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। এরপর বিশ্বকাপে দু’বার দেখা হয় দুই দলের। এতে শতভাগ সাফল্য কিউইদের। এবার বিশ্বকাপের রাউন্ড রবিন লীগ পর্বে ব্ল্যাক-ক্যাপদের হারিয়ে ২০ বছরের অপেক্ষা ঘোচালো ‘স্কাই ব্লু’রা। আজ ধর্মশালায় নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারালো ভারত।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। জবাবে ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। স্কাই ব্লুদের ইনিংসে সর্বোচ্চ ৯৫ রান করেন বিরাট কোহলি। ১০৪ বলের ইনিংসে ৮ চার এবং ২ ছক্কা হাঁকান তিনি। এছাড়া অধিনাক রোহিত শর্মা ৪৬,রবীন্দ্র জাদেজা ৩৯*, শ্রেয়াস আইয়ার ৩৩, কেএল রাহুল ২৭ এবং শুভমন গিল ২৬ রান করেন।
নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ২ উইকেট নেন। একটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং মিচেল স্যান্টনার।