ভারতে সন্ত্রাসী হামলার শঙ্কা : পূর্ণ নিরাপত্তা চাইল পাকিস্তান

ভারতে সন্ত্রাসী হামলার শঙ্কা : পূর্ণ নিরাপত্তা চাইল পাকিস্তান

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ভারতের আহমেদাবাদে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার আশঙ্কা বিষয়ক একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এর ফলে দলের পূর্ণ নিরাপত্তা চেয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন জানিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার বিশ্বকাপ শুরুর দিনই এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটি জানিয়েছে- পাকিস্তানি পররাষ্ট্র দফতরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচও এ বিষয়ে কথা বলেছেন। এদিন সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মমতাজ জাহরা বলেন, আয়োজক দেশ ভারতের উচিত বিশ্বকাপে আমাদের ক্রিকেট দলকে পূর্ণ নিরাপত্তা দেয়া, অনুকূল পরিবেশ তৈরি করা ভারত সরকারের দায়িত্ব।

বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানি সমর্থকেরা ভারতের ভিসা না পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ক্রিকেটের এই বিশ্ব আসর উপলক্ষে পাকিস্তানিদের যাতে ভিসা হয়, ভারতের সাথে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের উচিত আয়োজক দেশ হিসেবে পাকিস্তানি সমর্থকদের বিশ্বকাপ দেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করা।

পাকিস্তানি পররাষ্ট্র দফতরের মুখপাত্র আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি- বিশ্বকাপ দেখতে পাকিস্তানিদের ভিসা দেয়া হবে এবং ভারত খেলার মধ্যে রাজনীতি টেনে আনবে না।