ভারতে বছরে ২ কোটি ২৩ লাখ বাল্যবিবাহ
প্রথম নিউজ, ডেস্ক : ইউনিসেফ তাদের সাম্প্রতিক রিপোর্টে ভারতে বাল্যবিবাহ নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারতে এখনও প্রতিবছর প্রায় ২ কোটি ২৩ লক্ষের মতো বাল্যবিবাহ হচ্ছে। রাঁচির সুমেরা কিংবা বসিরহাটের চম্পার ভাগ্য যেন এক সূত্রে বাঁধা। সুমেরার বয়স ১৪। তার বাবা-মা তাকে বিয়ে দেন চম্পারণের ৩৪ বছরের ব্যবসায়ীর সঙ্গে। ১৩ বছরের চম্পার বিয়ে হয় ২৩ বছরের ঘোজাডাঙ্গার এক কারখানা শ্রমিকের সঙ্গে। ইউনিসেফ জানাচ্ছে, শিক্ষার অভাব, মেয়েকে গলগ্রহ ভাবার প্রবণতা এবং আর্থিক অনিশ্চয়তা বাল্য বিবাহের জন্ম দিচ্ছে। বিয়ে সম্পর্কে স্পষ্ট ধারণার আগেই কিশোর কিশোরীর বিয়ে হয়ে যাচ্ছে। অপরিণত বয়সে যৌন সম্পর্ক নানা বিপদ ডেকে আনছে। তৈরি হচ্ছে সামাজিক সমস্যা। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী ভারতে সব থেকে বেশি বাল্যবিবাহ হয় ঝাড়খন্ডে। সেখানে গ্রামাঞ্চলে বাল্যবিবাহের পরিমাণ ৭.৩ শতাংশ। শহরে বাল্যবিবাহ তিন শতাংশ। রিপোর্টে এও বলা হয়েছে যে, ভারতে শহর অঞ্চলে বাল্যবিবাহ গুলিতে অনেকসময় মোটা পণ কারণ হয়ে থাকে। ইউনিসেফ জানাচ্ছে, ভারতে বাল্যবিবাহ অবিলম্বে বন্ধ করা দরকার। প্রয়োজনে আরও কড়া আইন আনতে হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews