ভাঙ্গায় ৪র্থ পর্যায়ে গৃহহীন উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেল
নির্মিত ১০০ টি নতুন ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর বিষয়ক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়
প্রথম নিউজ, ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ভ‚মিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের নিমিত্তে ৪র্থ পর্যায়ে নির্মিত ১০০ টি নতুন ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর বিষয়ক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মাহামুদুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রানেশ পন্ডিত,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা,খাদ্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বোস,আবাসিক উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন জানান ৪র্থ পর্যায়ে ভ‚মি ও গৃহহীনদের জন্য ২৬৪ টি ঘর বরাদ্দ রয়েছে। ইতিমধ্যে ১০০টি ঘরের নির্মাণ কাজ স¤পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আগামী ২২ মার্চ সকালে উপকার ভোগীদের মাঝে উক্ত ঘরগুলো হস্তান্তর করা হবে। এসময় তিনি বলেন এর আগে ৩য় ধাপ সহ ভাঙ্গায় সর্বমোট ৮৭২ টি ঘর হস্তান্তর প্রক্রিয়া স¤পন্ন হয়েছে। ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’-মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভাঙ্গা উপজেলায় ৪র্থ পর্যায় সহ মোট ১ হাজার ৩৬ টি ভ’মিহীন পরিবারগুলোর মাঝে বন্টনের অংশ হিসেবে অবশিষ্ট ঘরগুলো আগামী ২২ মার্চ উক্ত ঘরগুলোর চাবি হস্তান্তরের মাধ্যমে বন্টন সম্পন্ন হবে। ইতমধ্যেই যেগুলোতে উপকার ভোগীরা বসবাস করছেন।এসময় তিনি আরও বলে, প্রতিটি ঘরে বৈদ্যুতিক লাইন সহ ১০ টি পরিবারের জন্য একটি নিরাপদ পানির কলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিশুদের খেলার জন্য খেলার মাঠও নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এসকল এলাকায় কলকারখানা স্থাপন সহ বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের চিন্তা ভাবনার কথাও জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: