বড়দিনেও ইউক্রেনে যুদ্ধ থামাবে না রাশিয়া
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে উইক্রেনের চলমান যুদ্ধে একটি বিরতি আশা করলেও তা নাকচ করে দিয়েছে রাশিয়া। আসন্ন বড়দিন উপলক্ষ্যে ইউক্রেনে কোনো যুদ্ধবিরতির পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছে রাশিয়া। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ একজন আমেরিকানসহ আরও কয়েক ডজন বন্দির মুক্তি দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, দুই পক্ষের মধ্যে কিছু যোগাযোগ রয়ে গেছে। তবে রাশিয়া ও ইউক্রেন বর্তমানে যুদ্ধের অবসান ঘটাতে কোনো ধরনের আলোচনায় জড়িত নয়।মূলত বর্তমানে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে যুদ্ধ চলছে এবং বুধবার যুদ্ধের গোলা আবারও কিয়েভে পৌঁছেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews