বৃষ্টির কারণেই ব্যাটিং করতে পারছিলেন না শান্ত!

 বৃষ্টির কারণেই ব্যাটিং করতে পারছিলেন না শান্ত!

প্রথম নিউজ, ডেস্ক : জিম্বাবুয়ে সিরিজের দুটি ম্যাচ এরইমধ্যে খেলে ফেলেছে বাংলাদেশ। দুটিতেই দাপুটে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দল জিতলেও দুই ম্যাচের কোনোটিতেই তেমন বড় অবদান রাখতে পারেননি অধিনায়ক শান্ত। প্রথম টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ২১ রানে (২৪ বলে)। আর দ্বিতীয় ম্যাচে করতে পেরেছেন ১৬ রান (১৫ বলে)।

ব্যাট হাতে কেন ভালো করতে পারছেন না, তা স্পষ্ট করে না বললেও একটি ইঙ্গিত দিয়েছেন শান্ত। গতকাল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, বারবার বৃষ্টি হানা দেওয়ার কারণেই তাদের জন্য ব্যাটিং করা কঠিন হয়ে গিয়েছিল।

শান্ত বলেন, ‘প্রথমত, সব বোলাররা খুব ভালো করেছে। কিন্তু আমি যেমনটি বলেছি, আমরা বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। ব্যাটসম্যানের জন্য এটা সহজ নয়। আমাদের সব জিনিসকেই মানিয়ে চলতে হয়। এমন অনেক জায়গা রয়েছে, যেখানে আমরা উন্নতি করতে পারি।’

শান্ত আরও বলেন, ‘জিম্বাবুয়ে এখানেও ভালো ক্রিকেট খেলতে পারে। আমার মনে হয়, ইনিংসের মাঝামাঝিতে ওরা খুব ভালো ব্যাটিং করেছে। বোলাররা সামান্য কিছু করতে পারতো। কিন্তু তারপরও আমি আজ (গতকাল) বোলিং নিয়ে চিন্তিত নই।’

বাংলাদেশের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘যেভাবে তামিম (তানজিদ তামিম) ও লিটন (লিটন দাস) ৪০+ রানের জুটি নিয়ে ইনিংস শুরু করেছিল, এটা আমাদের দলকে সাহায্য করেছে । পরবর্তীতে হৃদয় (তাওহিদ হৃদয়) এবং রিয়াদ (মাহমুদউল্লাহ রিয়াদ) ভাই ম্যাচ শেষ করে আসেন। পরের ম্যাচগুলো দিনের বেলা হবে। তাই আমাদের পরিকল্পনা করতে হবে।’

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৮ রান করে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪৫ রান (২৪ বলে) করেন জোনাথন ক্যাম্পবেল। এছাড়া ২৯ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন ব্রিয়ান বেনেট।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৫ বলে ৪১ রান করে বাংলাদেশ। আর শেষদিকে হৃদয় আর মাহমুদউল্লাহর ৪৯ রানের অপরাজিত জুটিতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।