বিশেষ পুলিশ সুপার মুনির হোসেনকে বাধ্যতামূলক অবসর
চাকরির মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তা মো. মুনির হোসেনকে অবসরে পাঠানোর বিষয়টি মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রথম নিউজ, অনলাইন: আরও একজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চাকরির মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তা মো. মুনির হোসেনকে অবসরে পাঠানোর বিষয়টি মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রাষ্ট্রপতির পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো.আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মুনির হোসেনকে (বিপি-৬৪৯৫১০৫৫৭৮) (১৯-০২-২০১১ হতে ওএসডি, পুলিশ অধিদপ্তর) সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, মো. মুনির হোসেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews