বাংলাদেশে বিশ্বকাপ জানে না আইসিসি-বিসিবি
জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ভারতের পরিবর্তে বিকল্প ভেন্যু বাংলাদেশে হবে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: চলতি বছরের অক্টোবরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। এটি পুরোনো খবর। নতুন খবর হচ্ছে, এর অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশও। জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ভারতের পরিবর্তে বিকল্প ভেন্যু বাংলাদেশে হবে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ। কিন্তু এর কিছুই জানে না ইন্টারন্যাশনাল ক্রিকেট সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের খবর নতুন নয়। এর সম্পর্কের কারণে ওয়ানডে বিশ্বকাপে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অপারগতা প্রকাশ করে ভারত। এর জবাবে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার কথা জানায় পাকিস্তান। এরপর এশিয়া কাপে নিজেদের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলতে চায় ভারত। সেই দেখাদেখি বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান। এমন এক প্রতিবেদন প্রকাশ করে ইএসপিএন ক্রিকইনফো।
কিন্তু এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে আইসিসি ও বিসিবি। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেছেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’ এদিকে, ক্রিকেটবিষয়ক আরেক জনপ্রিয় গণমাধ্যম ক্রিকবাজকে আইসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘বোর্ড মিটিংয়ে বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে মোটেও আলোচনা হয়নি। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে। যেটার ওপর গুরুত্ব দিচ্ছি আমরা।’