বাংলাদেশ উন্নত হওয়ায় আন্তর্জাতিকভাবে শত্রু বেড়ে গেছে: উপমন্ত্রী

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা আনসার কমান্ড্যান্টের কার্যালয়ে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ উন্নত হওয়ায় আন্তর্জাতিকভাবে শত্রু বেড়ে গেছে: উপমন্ত্রী

প্রথম নিউজ, শরীয়তপুর: বাংলাদেশের জন্য শেখ হাসিনার নেতৃত্ব অপরিহার্য। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ হওয়ার কারণে আন্তর্জাতিকভাবে দেশের শত্রু বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা আনসার কমান্ড্যান্টের কার্যালয়ে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল বাস্তবায়ন হয়েছে। মেঘনা সেতু হবে, পোর্ট টু পোর্ট যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, কক্সবাজার পর্যন্ত মানুষ ট্রেনে চলাচল করবে। মেঘনা সেতু নির্মাণের জন্য এখন ডিজাইন তৈরি হচ্ছে। মেঘনা সেতু যখন হয়ে যাবে তখন মোংলা থেকে চট্টগ্রামের দূরত্ব ৬২ কিলোমিটার কমে যাবে। অনেকেই বলতে চান, ভাঙ্গাতে রেললাইন গেলো কিন্তু শরীয়তপুরে এলো না। কিন্তু এই রেলগাড়ি গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরেও আসবে। শরীয়তপুর হবে বাংলাদেশের উন্নত পাঁচটি জেলার একটি।’

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান তুলে ধরে তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি ভিন্নধর্মী বাহিনী। এ বাহিনী শুধু আইনশৃঙ্খলাই রক্ষা করে না, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। শেখ হাসিনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে যে আইন করতে যাচ্ছেন, তাতে আনসার বাহিনী একটি স্মার্ট বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে।

শরীয়তপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমাড্যান্ট মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও ঢাকা রেঞ্জ কমান্ডার রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান (খোকা শিকদার), পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) জিয়াউল হাসান, পরিচালক (ডিডিপি প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিন, পুলিশ সুপার মাহাবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও পৌরমেয়র পারভেজ রহমান।