ডিসের লাইনের কাজ করার সময় মই থেকে পড়ে যুবকের মৃত্যু
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরে দারুসসালাম এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ঢামেক প্রতিবেদক: ডিসের লাইনের কাজ করার সময় মই থেকে পড়ে মো. সোহান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরে দারুসসালাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাবা কামাল বলেন, রাতে দারুসসালাম এলাকায় ডিসের লাইনের কাজ করার সময় মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সোহান। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল পৌনে ৭টার দিকে মারা যায়।
নিহতের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। মিরপুরে থাকতেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।