বরিশালে ব্যবসায়ী সমিতির সভা ঘিরে চাঁদাবাজি
নতুন কমিটির পরিচিতি সভা করতে ব্যবসায়ীদের কাছ প্রায় ৪ লাখ টাকা চাঁদা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
প্রথম নিউজ, বরিশাল: বরিশাল নগরের সবচেয়ে বড় হকার্স মাকের্ট ‘হাজী মোহাম্মদ মহসীন মার্কেট’-এর দোকান মালিক ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি হয়েছেন মহানগর আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মিজানুর রহমান। নতুন কমিটির পরিচিতি সভা করতে ব্যবসায়ীদের কাছ প্রায় ৪ লাখ টাকা চাঁদা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রতি ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া হয় দেড় হাজার টাকা। এনিয়ে ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। আজ মঙ্গলবার মার্কেটের ভেতরে নতুন কমিটির পরিচিতি সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ব্যবসায়ী কমিটির সভাপতি মিজান মেয়রের অনুসারী হিসেবে পরিচিত।
মহসীন মার্কেটে ৪০ নম্বর স্টলের ব্যবসায়ী ননী গোপাল বলেন, নতুন কমিটি মার্কেটে সিটি মেয়রকে আনবেন। এজন্য প্রতিটি দোকান থেকে দেড় হাজার টাকা করে নেওয়া হয়েছে। এর আগে কখনও এমন চাঁদা নেওয়া হয়নি। আমরা গরিব দোকানদার। এই টাকা দিতে আমার বুক ফেটে গেছে। মার্কেটের সভায় চাঁদার টাকা নির্ধারণ না করেই তোলা হয়েছে। মোস্তাক, মজিবর, নাসির মিয়ার ছেলেরা এসে সবার কাছ থেকে চাঁদা তুলেছে। তিনি আক্ষেপ করে বলেন, মেয়রের ভাবমূর্তি নষ্টের পাঁয়তারা করছে এক শ্রেণির লোক। ৫১ নম্বর স্টলের ব্যবসায়ী শাহিন দেড় হাজার টাকা করে চাঁদা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
চাঁদা তোলার দায়িত্বে ছিলেন ব্যবসায়ী সমিতির নতুন সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ঢালী। তিনি বলেন, আমাদের মার্কেটে মেয়র আসবেন, এজন্য নানা আয়োজন রয়েছে। মেহমান ও ব্যবসায়ীদের আপ্যায়ন করা হবে। তাছাড়া আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের দপ্তরে অনুদান দিতে হবে। তাই সব খরচ বাবদ দেড় হাজার টাকা চাঁদা নির্ধারণ করা হয়। মার্কেটের একাধিক সদস্য বলেন, মেয়রের অনুগত মিজানুর রহমানকে সমিতির নেতৃত্বে আনা হয়েছে। শুরুতেই মিজান মেয়র আর ডিসি অফিসের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা চাঁদা তুলেছেন।
অভিযুক্ত মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, প্রতিটি ঘর মালিক ১ হাজার ও ভাড়াটিয়া ৫০০ মোট দেড় হাজার টাকা করে নেওয়া হয়েছে। মার্কেটে ২৪০টি দোকান রয়েছে। কারও কাছ থেকে জোর করে টাকা নেয়া হয়েছে– এমন অভিযোগ কেউ দিতে পারবেন না। অনুষ্ঠানে ১২০০ জনকে আপ্যায়ন করা হবে। এজন্য ২টি গরু কেনা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: