বরিশালে ইয়াবাসহ কনস্টেবল গ্রেফতার

 বরিশালে ইয়াবাসহ কনস্টেবল গ্রেফতার

প্রথম নিউজ, বরিশাল : বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৯৮ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৪৪) নামে এক কনস্টেবলকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

রোববার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে রুপাতলী বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়। আটক মিজানুর ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কনস্টেবল পদে কর্মরত আছেন।

র‌্যাব জানায়, রাতে বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন ভোজন বিলাস রেস্তোরাঁর সামনে আটক হন মিজানুর রহমান। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯৮ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলার পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, র‌্যাবের অভিযানে ৩৯৮ পিস ইয়াবাসহ ডিএমপির এক কনস্টেবল আটক হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।