বিমার ঝলকে শেয়ারবাজারে সূচকের বড় লাফ
বিমা কোম্পানিগুলো এমন ঝলক দেখানোর কারণে মূল্যসূচকেরও বড় উত্থান হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বেশিরভাগ বিমা কোম্পানির দরপতন হলেও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাতের কোম্পানিগুলো। একাধিক বিমা কোম্পানির শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। বিমা কোম্পানিগুলো এমন ঝলক দেখানোর কারণে মূল্যসূচকেরও বড় উত্থান হয়েছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় দাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। সেই সঙ্গে বেড়েছে লেনদেন। ডিএসইতে প্রায় হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে গত সপ্তাহজুড়ে বিমা খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে। গত সপ্তাহে ডিএসইতে দাম কমার তালিকায় শীর্ষ ১০টি স্থানই দখল করে বিমা কোম্পানি। এমন পরিস্থিতিতে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার মাধ্যমে। তবে লেনদেনের শুরুর দিকে দাম বাড়ার তালিকায় ছিল না বেশিরভাগ বিমা কোম্পানি।
মূলত দুপুর ১২টার পর থেকে একের পর এক বিমা কোম্পানির শেয়ার দাম বাড়তে থাকে। দফায় দফায় দাম বেড়ে একাধিক বিমা কোম্পানি দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। তবে লেনদেনের শুরুর দিকে দাম বাড়ার তালিকায় থাকা অন্য খাতের বেশি কয়েকটি প্রতিষ্ঠানের দরপতন হয়। এরপরও সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬১টির। আর ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বিমা খাতের ৪২টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬টি বিমা কোম্পানির। দাম বাড়ার তালিকায় থাকা ৬টি বিমা কোম্পানির শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে।
দাম বাড়ার ক্ষেত্রে বিমা কোম্পানিগুলোর এমন দাপটের দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৩৩ কোটি ৭৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৫০ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৮২ কোটি ৯০ লাখ টাকা। ঢাকার অংকে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৬৮ কোটি ১০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ বাংলাদেশের ৫৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, লাফার্জহোলসিম বাংলাদেশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ফু-ওয়াং সিরামিক এবং অলেম্পিক এক্সসরিজ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৩টির এবং ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৪ কোটি ৪১ লাখ টাকা।