বিমার চমকে বড় পতন থেকে রক্ষা পেল পুঁজিবাজার
প্রথম নিউজ, ঢাকা : শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৬ জুলাই) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বিমা খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।
আর বস্ত্র, ওষুধ এবং প্রকৌশল খাতের শেয়ারের দাম কমায় আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট।
সূচক কমলেও বেড়েছে লেনদেন। আরেকটি পজিটিভ খবর হলো, ঈদ পরবর্তী পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৯ কোটি টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ৩২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের। আর বাকি সব কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। সব মিলে বিমা খাত সূচক বৃদ্ধিতে ৩৫ শতাংশ অবদান রেখেছে। এছাড়াও খাদ্য, প্রকৌশল,বস্ত্র খাতের শেয়ারও সূচক বৃদ্ধিকে অবদান রেখেছে।
ডিএসইর তথ্য মতে, আজ বাজারটিতে ৩৭৪ প্রতিষ্ঠানের মোট ৩০ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৭৪৬টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮৯৯ কোটি ২৫ লাখ ৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৯০ কোটি ৬৯ লাখ ৭২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির। বিপরীতে কমেছে ১১৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৩৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএনও লুব-রেফের শেয়ার। পরের তালিকায় রয়েছে ম্যাক্সন স্পিনিং মিলসের শেয়ার।
এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, অলিম্পিক এক্সেসোরিজ, জেনারেশন নেক্সট, খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রয়েল টিউলিপ সি পার্ল এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৮ হাজার ৭২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৮৩টির দাম।
দিন শেষে সিএসইতে ২১ কোটি ২২ লাখ ৯৪ হাজার ৫৯৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৭২২ টাকার শেয়ার ও ইউনিটের।