বুবলীর অন্যরকম ঈদ
বুবলী বলেন, ঈদের সময় সিনেমা মুক্তি হলে উৎসবটা আরো বেশি বেড়ে যায়।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত্র চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক। অল্প সময়ের মধ্যে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী। বুবলী বলেন, ঈদের সময় সিনেমা মুক্তি হলে উৎসবটা আরো বেশি বেড়ে যায়। এবারো এর ব্যতিক্রম হচ্ছে না। এবারের ঈদের সিনেমা নিয়ে বেশ জমজমাট পরিবেশ বিরাজ করছে চলচ্চিত্র পাড়ায়।
বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে আমার দুটি। ‘লিডার আমি বাংলাদেশ’ ও ‘লোকাল’। আমার সিনেমার জন্য অবশ্যই আমি চাইবো সিনেমাগুলো দর্শক দেখুক। পাশাপাশি ঈদের প্রত্যেকটা সিনেমা দর্শক দেখুক- অর্থাৎ দশর্ক হলমুখি হোক এই প্রত্যাশা করি। কারণ তারা হলে গিয়ে সিনেমা দেখলে আমাদের প্রচেষ্টাগুলো সার্থক হবে।
এছাড়া ঈদের সিনেমা নিয়ে বেশ কিছু প্রমোশনাল জায়গা রয়েছে। প্রোডাকশন হাউজগুলো প্রমোশনের পরিকল্পনা করে। পাশাপাশি আমার ব্যক্তিগত কিছু পরিকল্পনা রয়েছে। সেগুলো করবো। কাজের ফাঁকে পরিবারকেও আমাদের সময় দিতে হয়। ঈদ যেহেতু আমাদের প্রধান ধর্মীয় উৎসব ফলে দায়িত্ববোধের একটি ব্যাপার থাকে।
ঈদের কেনাকাটা করেছি। গিফট পাচ্ছি এবং গিফট দিচ্ছি- এরকমই হচ্ছে। শোবিজে পা রাখার পর পাওয়ার তুলনায় গিফট বেশি দিতে হয়। দায়িত্বটা এখন বেশি পালন করতে হয়। দায়িত্বের জায়গা থেকে এখন দিতেও ভালো লাগে।