বেতিসের মাঠে হোঁচট, বেনজেমাদের দুষলেন রিয়াল কোচ আনচেলত্তি
সবশেষ রোববার রাতে রিয়াল বেতিসের মাঠ বেনিতো ভিয়ামারিনে হোঁচট খায় কার্লো আনচেলত্তির দল।
প্রথম নিউজ, খেলা ডেস্ক : হঠাৎ ছন্দপতন হলো রিয়াল মাদ্রিদের। টানা তিন ম্যাচে কোনো জয় পায়নি লস ব্লাঙ্কোরা। সবশেষ রোববার রাতে রিয়াল বেতিসের মাঠ বেনিতো ভিয়ামারিনে হোঁচট খায় কার্লো আনচেলত্তির দল। স্প্যানিশ লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পূর্ণ পয়েন্ট না পাওয়ায় ম্যাচ শেষে ক্ষোভ ঝারেন রিয়াল কোচ আনচেলত্তি। জয়বঞ্চিত হওয়ায় দায় দেন দলের আক্রমণভাগকে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধে অন টার্গেটে কোনো শট নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। বিরতির পর বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও জালের দেখা পাচ্ছিলেন না করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়ররা। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আক্রমণভাগে আমাদের দক্ষতার অভাব ছিল। প্রথমার্ধে সুযোগ তৈরি এবং গোল করা সহজ ছিল।’
ম্যাচজুড়ে ৬৩ শতাংশ বল দখলে রেখে ১৫টি শটের ৫টি লক্ষ্যে রাখে রিয়াল মাদ্রিদ। আনচেলত্তি বলেন, ‘আক্রমণে আমরা দুর্বলতা দেখিয়েছি। বল পায়ে ড্রিবল করেছি বেশি, শট নিতে পারিনি। এটা আমাদের ভুগিয়েছে। শেষ তিন ম্যাচে (অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনার পর রিয়াল বেতিস) আক্রমণভাগে আমরা দাপট দেখাতে পারিনি। আজ (রোববার) আমাদের তিন থেকে চারটি সহজ সুযোগ ছিল।’
৩৭ শতাংশ বল দখলে রাখা রিয়াল বেতিস ৮টি শটের ৪টি রাখে লক্ষ্যে। আনচেলত্তি বলেন, ‘সৌভাগ্যবশত আমাদের ডিফেন্স ভালো খেলেছে। রক্ষণে তুলনামূলকভাবে আমরা ভালো।’ ২৪ ম্যাচে ১৬ জয় ও ৩ হারে ৫৩ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬২।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: