বিচ্ছেদের ২ বছর পর কেন মুখ খুললেন মম

বিয়ে ও সংসার ভাঙা নিয়ে বেশ লুকোচুরি করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন।

বিচ্ছেদের ২ বছর পর কেন মুখ খুললেন মম
বিচ্ছেদের ২ বছর পর কেন মুখ খুললেন মম

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বিয়ে ও সংসার ভাঙা নিয়ে বেশ লুকোচুরি করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন।  চার বছর গোপন রাখার পর অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। এবার তাদের বিচ্ছেদেরও খবর এসেছে দুই বছর পর।  বুধবার মম জানিয়েছেন, ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ডিভোর্স দিয়েছেন শিহাব শাহীন।

মম বলেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে? অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

দীর্ঘ দিন প্রেমে করার পর ২০১৫ সালে ২০ নভেম্বর বিয়ে করেছিলেন শিহাব শাহীন ও মম। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন তারা। এর মাত্র এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন মম-শিহাব। এদিকে বুধবার দুপুরে শিহাব শাহীন বললেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’ 

শোনা যাচ্ছে আপনি আবার বিয়ে করতে যাচ্ছেন, এমন প্রশ্নে শিহাব শাহীন বললেন, ‘কিছুদিন আগে আমার নতুন একটা কাজ “মায়াশালিক” রিলিজ হয়েছে। হয়তো কাজের বিষয়টা আড়াল করতে কেউ এটা ছড়াচ্ছে।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom