বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘নকশি কাঁথার জমিন’
টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আকরাম খান।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশি কাঁথার জমিন’। টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আকরাম খান। ২৩শে মার্চ থেকে শুরু হওয়া চলচ্চিত্রের এ আন্তর্জাতিক উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় হয়েছে ‘নকশী কাঁথার জমিন’ ও ‘ভিরাটাপুরা ভিরাগি’। উৎসবে প্রথম শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে ‘বিফর, নাও অ্যান্ড দেন’ এবং ‘মাদারলেস’। দ্বিতীয় স্থানে আছে চলচ্চিত্র ‘স্যান্ড’। নির্মাতা আকরাম খান বলেন, আমরা খুবই আনন্দিত দেশ-বিদেশের উল্লেখযোগ্য অনেক গুরুত্বপূর্ণ ছবির সঙ্গে লড়াই করে এ পুরস্কার অর্জন করায়। বেশি ভালো লাগছে মুক্তিযুদ্ধের মাসে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, চলচ্চিত্রটি কিছু আন্তর্জাতিক উৎসব ঘুরে তবেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: