বঙ্গোপসাগরে লঘুচাপ, আরও ঘনীভূত হতে পারে

বঙ্গোপসাগরে লঘুচাপ, আরও ঘনীভূত হতে পারে

প্রথম নিউজ, ঢাকা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আরও ঘনীভূত হতে পারে।  

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৯.৪ ডিগ্রি সেলিসিয়াস। 

এদিকে আরব সাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম দেওয়া হবে ‘তেজ।’ 

ভারতের আবহাওয়া অফিস বলছে, আগামী ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে এটি ভারতের মহারাষ্ট্রে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়াবিদদের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে, আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। ২১ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাঝড়টি শক্তিশালী আকার ধারণ করতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি পশ্চিম এবং উত্তর পশ্চিমদিকে অগ্রসর হবে।