বিক্ষোভ কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে আটক জামায়াতের চার নেতা
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ডিএমপির সামনে থেকে আটক চার জামায়াত নেতা রমনা বিভাগ পুলিশের জিম্মায় রয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: আগামী ৫ জুন রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতার অনুমতি চাইতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ের সামনে থেকে আটক হয়েছেন জামায়াতে ইসলামীর চার নেতা। আজ সোমবার (২৯ মে) বিকেল সোয়া ৪টার পরপরই ডিএমপি সদর দপ্তরের গেটে পৌঁছায় জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল। পরে চার জনকেই আটক করে নিয়ে যায় পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ডিএমপির সামনে থেকে আটক চার জামায়াত নেতা রমনা বিভাগ পুলিশের জিম্মায় রয়েছে।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন জানান, আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দলকে ডিএমপি কার্যালয়ের গেট থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন– সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সভাপতি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।
আশরাফুল আলম ইমন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।